রতুয়া

শারদ সম্মান ও বিজয়া সম্মিলনী উপলক্ষে আলোচনা সভা

 

শারদ সম্মান ও বিজয়া সম্মিলনী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে গেল বৃহস্পতিবার। রতুয়া দুই নম্বর ব্লকের সদ্ভাব প্রাঙ্গণে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

    এদিন শারদ সম্মান ও বিজয়া সম্মিলনী অনুষ্ঠানকে কেন্দ্র করে আয়োজিত এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি তথা মালতীপুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বক্সী, পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি সুব্রত কর্মকার, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মোহাম্মদ নঈম উদ্দিন, জেলা পরিষদ সদস্য মাসিদুর রহমান, রতুয়া ২ নম্বর ব্লকের তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট রকিবুল হক সহ আটটি অঞ্চলের প্রধান সহ ব্লক তৃণমূল নেতৃত্ব। প্রতিটি ব্লকে শারদ সম্মান ও বিজয়া সম্মিলনী অনুষ্ঠান করা হবে জেলা তৃণমূল নেতৃত্বের তরফে। সেই কর্মসূচিতে সাফল্যমন্ডিত করে তুলতেই এদিনের এই আলোচনা সভা বলে জানা গেছে।